সিদ্ধার্থ মালোহোত্রা-কিয়ারা আদবানি। অনস্ক্রিন রসায়ন কখন অফস্ক্রিনে গড়িয়েছে, প্রেম জমে ক্ষীর হয়েছে, তার সবটা যে প্রকাশ্যে এসেছে, তা নয়। হবু বরকনের সম্পর্কের অনেকটা জুড়ে ছিল আড়াল, সঙ্গে অল্প অল্প প্রকাশ, যা অনুরাগীদের কৌতুহল বাড়িয়ে দিয়েছিল খুব।
সম্পর্ক নিয়ে খুব খোলাখুলি কথা বলেননি, আবার একেবারে অস্বিকারও করেননি সিদ্ধার্থ-কিয়ারা দুজনেই।
ভুলভুলাইয়া ২ মুক্তির পর দুজনের বিচ্ছেদ নিয়ে নানা কথা রটলে কিয়ারা বলেছিলেন, সবটা সামলে উঠতে সময় লাগবে তাঁর, পরে যদিও ভাঙা মন জুড়ে গিয়েছিল দুজনের। নানা সাক্ষাৎকারে সবচেয়ে প্রিয় সহ-অভিনেতার নাম বলতে বললেই কিয়ারার মুখে শোনা গিয়েছে সিদ্ধার্থের নাম। শেরশাহ-এর জন্য পুরস্কার নিতে মঞ্চে উঠে অভিনেত্রী খোলাখুলি বলেছেন, সিদ্ধার্থকে মিস করছেন। কফি উইথ করণ সিজন ৭ এ শেষমেশ স্বীকার করেছেন, সিদ্ধার্থ শুধু বন্ধু না, আরেকটু বেশি কিছু।
ওই একই শোয়ের অন্য এপিসোডে সিদ্ধার্থ নিজের প্রেম জীবন নিয়ে মুখে কুলুপ আঁটার শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিনেতাকে রীতিমতো চেপে ধরেছিলেন করণ। কিয়ারাকে নিয়ে যে অনেক কিছুই পরিকল্পনা রয়েছে, সে কথা লুকোতে পারেননি সিদ্ধার্থ।