টলিউডে অভিনয় করছেন অথচ একবারও সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির চরিত্রে একবারও অভিনয় করেননি, এমন অভিনেতা হাতে গোনা। বাংলা ছবিতে এখন এমনিতেই গোয়েন্দারাজ চলছে। এর মাঝে দিন কয়েক আগে দেব জানিয়ে দিয়েছেন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গ রহস্য'-এ সত্যান্বেষীর চরিত্রে দেখা যাবে দীপক অধিকারীকে।
সে খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা ছিল, সৃজিত মুখোপাধ্যায় নাকি ছবির পরিচালক। সৃজিত যদিও সেরকম এক ভুয়ো খবরের লিঙ্ক শেয়ার করে জানিয়ে দেন, সে খবর সত্যি নয়, এবার প্রকাশ্যে এল পরিচালকের নাম- বিরসা দাসগুপ্ত।
Tripura TMC: দেব-মিমি-নুসরত...ত্রিপুরায় তৃণমূলের প্রচারে একগুচ্ছ তারকা, শীর্ষে যদিও মমতা-অভিষেক
এই প্রথম সাহিত্য নির্ভর গোয়েন্দা ছবির পরিচালনা করছেন বিরসা।