কাকপক্ষীতে টের পাওয়ার আগেই পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন পাক ক্রিকেটার শোয়েব মালিক। সানিয়ার পর তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন শোয়েব। কে এই সুন্দরী?
Shoaib Malik Weds: সানিয়াকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই , পাক অভিনেত্রী সানার সঙ্গে তৃতীয় বিয়ে শোয়েবের
সানা জাভেদ একজন জনপ্রিয় পাক অভিনেত্রী , উর্দু ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন সানা। ‘খানি’ বলে একটি নাটকে মূল চরিত্রে অভিনয় করে বেজায় জনপ্রিয়তা পেয়েছিলেন সানা। ২০১২ সালে 'শেহর-ই-জাত' দিয়ে তাঁর অভিনয়ে অভিষেক। ২০২০ সালের অক্টোবরে গায়ক উমাইর জাসওয়ালের প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানা, কিন্তু সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। ১৯৯৩ সালের ২৫ মার্চ সৌদি আরবের জেড্ডায় সানার জন্ম। তাঁর বাবা মা দুজনেই পাকিস্তানি। শোনা যায়, সানিয়ার মতোই তাঁদের পৈতৃক ভিটে আছে হায়দ্রাবাদে। করাচি বিশ্ববিদ্যালয় থেকে লেখা পড়া তাঁর।