নিজেকে ভাঙেন গড়েন, ক্রমাগত নিজেকেই নিজে চ্যালেঞ্জ ছুড়ে দেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এবার সেই লিভিং লেজেন্ডের জীবনই উঠে আসতে চলেছে বড় পর্দায়। অমিতাভের বায়োপিক বানাতে চলেছেন আর বালকি। তাহলে কিংবদন্তির চরিত্রে অভিনয় করবেন কে?
পরিচালক আর বাল্কির সঙ্গে প্রথম থেকেই দারুণ বন্ধুত্ব অমিতাভের (Amitabh Bachchan)। বাল্কির ‘চিনি কম’, ‘পা’, ‘শমিতাভ’ একের পর এক ছবি করেছেন বিগ বি। তাঁর ছবি 'চুপ'এর সংগীত পরিচালনার দায়িত্বও অমিতাভ নিজের কাঁধে নিয়েছেন। কিন্তু অমিতাভের বায়োপিকে কাকে দেখা যাবে? সেই চরিত্রে অভিনয় করতে পারেন, এমন কারোর সন্ধান এখনও স্বয়ং পরিচালকও পাননি।
Ushasie Chakraborty : সবার প্রিয় জুন আন্টি এখন বিদেশিনী, ইউরোপ ট্যুরে জমিয়ে মজা করছেন ঊষসী
নানা আলোচনায় উঠে এসছিল অমিতাভ পুত্র অভিষেকের নাম। তবে পরিচালকের ধারনা, অভিষেকও বাবার চরিত্রে অভিনয় করতে রাজিই হবেন না, তাহলে উপায়? কাউকে পাওয়া না গেলে তুরুপের তাস হবেন নিজেই। বিগ-বির বায়োপিকে সে ক্ষেত্রে দেখা যেতে পারে তাঁকেই।