বাংলা গোয়েন্দা সাহিত্যের একেবারে প্রথম সারির চরিত্রগুলিতেই একাধিক সিনেমায় দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায়কে। এবার একেবারে ছক ভাঙা গোয়েন্দার চরিত্রে দেখা যাবে আবিরকে। গোয়েন্দা দীপক চট্টোপাধ্যায় আসছেন।
সামনেই মুক্তি দেবালয় ভট্টাচার্যের ছবি 'বাদামি হায়নার কবলে'র। ফেলুদা ব্যোমকেশের মতো ক্লাসিক গোয়েন্দা চরিত্রে অভিনয়ের পর স্বপন কুমারের গোয়ান্দা চরিত্রে অভিনয়ের অফার পেয়ে নাক সিঁটকেছিলেন আবির? মোটেই না, বরং ইমেজ ভাঙার চ্যালেঞ্জ ছিল। দেবালয়ের কাছেও আবির ছিলেন চ্যালঞ্জ। পর্দার ব্যোমকেশকে দিয়েই দীপক চ্যাটার্জির চরিত্র ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ।
১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'বাদামী হায়নার কবলে'। দীপকের ইউএসপি মগজাস্ত্র নয়, ক্ষুরধার বুদ্ধি, তীক্ষ্ণ পর্যবেক্ষণ নয়, বরং দীপক এই সমাজের অন্ধকারও গায়ে মাখে, দীপক ভুল করে, আর ৫ জনের মতো।