সোমবার রাতে কসবায় নিজের বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ শৈবাল ভট্টাচার্য। শুধুমাত্র আত্মহত্যার চেষ্টা নয়, তার ভিডিও করে ফেসবুকে আপলোড করেছিলেন অভিনেতা। সেখানেই দেখা যায়, মাথা থেকে অঝোরে রক্ত পড়ছে অভিনেতার। যা দেখে শিউরে ওঠে নেটপাড়া। এরপরই তাঁকে নিয়ে যাওয়া চিত্তরঞ্জন হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয় তাঁকে। কেন আত্মহত্যার চেষ্টা করলেন অভিনেতা, সেই নিয়ে নানারকম মত শোনা যাচ্ছে টলিপাড়ায়।
অভিনেতা এবং তাঁর স্ত্রীয়ের দাবি, কসবার পুরনো ফ্ল্যাট বিক্রি করা নিয়ে আইনি জটিলতার কারণে তীব্র মানসিক অবসাদে ভুগছেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য। অভিনয়ের কাজও প্রায় বন্ধ। ফলে রোজগার প্রায় নেই। তাই নেশার ঘোরে তিনি নিজেকে আঘাত করেন।
প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা অবশ্য বলছেন আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিনেতা। প্রতিবেশীদের দাবি, বছর দেড়েক আগেও একবার ভোজালি দিয়ে নিজের পেট কেটে ফেলার চেষ্টা করেন শৈবাল ভট্টাচার্য। মাঝেমাঝে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় প্রকাশ্যে বিবস্ত্র হয়ে ঘোরেন। আবার কখনও নিজেকেই রক্তাক্ত করে খুব সম্ভবত স্যাডিস্টিক প্লেজার পান।