টেলিসিরিয়াল বঙ্গ জীবনের অঙ্গ সেই কত বছর ধরেই। বাঙালির জীবনে ধারাবাহিক ভাবেই উপস্থিত ধারাবাহিক। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে বাংলা বিনোদনের চ্যানেল বেড়েছে ক্রমশ, স্বাভাবিক ভাবেই বেড়েছে টেলি সিরিয়াল। কিন্তু সাম্প্রতিক ট্রেন্ড বলছে, ধারাবাহিক ভাবেই আজকাল বন্ধ হচ্ছে একেরপর এক ধারাবাহিক।
প্রতি সপ্তাহের সাপ লুডো খেলায় টিআরপি-র ওঠাপড়া তো আছেই। এক সপ্তাহে যে ধারাবাহিক তালিকার ওপরের দিকে, পরের সপ্তাহে হয়তো তলানিতে। পরপর কয়েক সপ্তাহ টিআরপি তালিকার তলানিতে নেমে গেলে সে ধারাবাহিক টিকিয়ে রাখার সাধ্যি কার? আবার কিছু ধারাবাহিক শেষ হচ্ছে ধারাবাহিক ভাবেই। গল্পের নিয়মে। তবে বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে রবি ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞা অর্থাৎ 'শেষ হয়ে হইল না শেষ' বড় একটা হয় না, বরং টিআরপি দৌড়ে টিকে গেলে চলতেই থাকে, গল্প গড়াতে থাকে, কেন্দ্রীয় চরিত্রেরা বদলেও যায়,- এমনটা হয়ে আসছিল বিগত কয়েক বছর ধরে।
Maharashtra News : যমজ বোনকে বিয়ে করে আইন ভঙ্গ, গ্রেফতার মহারাষ্ট্রের বর
সাম্প্রতিক অতীতে পরপর বন্ধ হল মাধবীলতা, ধুলোকণা, কাঞ্চী, এই পথ যদি না শেষ হয়। আচমকাই হোচট খাচ্ছে বাঙালির বিনোদনের চেনা ঠিকানাগুলোর।