দুর্নিবার-ঐন্দ্রিলা-মীনাক্ষী, সাম্প্রতিক অতীতে বাংলা বিনোদন জগতে এই ত্রয়ীর নাম ঘনঘন উঠে আসছে শিরোনামে। দুর্নিবার-মোহরের বিয়ের আগে পরে বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় নীরব ছিলেন দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। তবে, নীরবতা ভেঙ্গে প্রথম পোস্ট করেছিলেন গত সপ্তাহেই। মীনাক্ষির এবারের পোস্টে উঠে এল মৃত্যুর প্রসঙ্গ, ঠিক কেন?
নিজের একটি সাদা কালো ছবি পোস্ট করে মীনাক্ষি লিখেছেন, 'Together they make one, Master Of Death'.
ডেথ শব্দটি দেখে অনেকেই বেশ ঘাবরে গিয়েছেন। কিন্তু ছবিটি মন দিয়ে দেখলে চোখে পড়ে, গলার কাছে একটি ট্যাটু করিয়েছেন মীনাক্ষি। হ্যারি পটার উপন্যাসের চরিত্র ডাম্বলডোরের মুখে এই সংলাপ ছিল।