প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন পঙ্কজ ত্রিপাঠি, এ কথা আগেই জানা গিয়েছিল। রবি যাদবের পরিচালনায় তৈরি ‘ম্যায় অটল হু’ (Main Atal Hoon) ছবির জন্য দীর্ঘদিন ধরে নিজেকে প্রস্তুত করছেন পঙ্কজ। রয়েছেন কড়া ডায়েটেও। টানা ৬০ দিন ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীর বায়োপিকে অভিনয় করছেন অভিনেতা। আর এই গোটা সময়ে তিনি নিজের হাতে রান্না করা খিচুড়ি ছাড়া কিচ্ছুটি মুখে তোলেননি। কেন জানেন?
এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, আগে জরুরি শরীর সুস্থ রাখা এবং পেট ভাল রাখা। তবেই মন শান্ত থাকে। অটল বিহারী বাজপেয়ীর মতো চরিত্রের সঙ্গে একাত্ম হতে এইটুকু দরকার বলেও জানান তিনি।
উল্লেখ্য, অটল বিহারী বাজপেয়ীর জন্ম ২৫ ডিসেম্বর ১৯২৪ সালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। ছবিতে অটল বিহারী বাজপেয়ীর মতোই একজন কবি তথা ভারতের নাগরিক এবং একইসঙ্গে এক দক্ষ রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করবেন পঙ্কজ ত্রিপাঠী।