হাতের অনামিকায় আংটি দেখে পাপারাৎজিরা বলছেন, বাগদান হয়েই গিয়েছে। মনীশ মালহোত্রার বাড়িতে দু'দুবার দেখা গিয়েছে হবু কনেকে। শুধু নিজেদের বিয়ের দিনটাই খোলসা করে বলছেন না রাঘব চড্ডা, পরিনীতি চোপড়া।
লাঞ্চ ডেট-ডিনার ডেটের পর দিল্লি বিমান বন্দর, বারবার একসঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চড্ডাকে। পাপারাৎজিদের প্রথম প্রথম এড়িয়ে গেলেন হবু বর কনে।
সম্প্রতি পরিনীতি জানিয়েছেন, মিডিয়ার সব জল্পনাই যে অক্ষরে অক্ষরে সত্যি, তা নয়, তবে মিডিয়া অসত্য কিছু রটালে তিনি মুখ খুলবেন, এখনও মুখ খোলেননি, তাই ভক্তরা একরকম ধরেই নিয়েছেন, বিয়ের খবরে সিলমোহর দিয়েই দিয়েছেন অভিনেত্রী।