দীর্ঘ ছ'বছর পর বড় পর্দায় আসছে ফেলুদা। ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সন্দীপ রায় পরিচালত 'হত্যাপুরী'। ফেলুদা-তোপসে-জটায়ু, তিন প্রধান চরিত্রেই নতুন মুখ। নতুন ছবি নিয়ে উন্মাদনা তো আছেই। তবে বড় পর্দায় কেন অন্য কোনও পরিচালককে ফেলুদার স্বত্ত্ব দিচ্ছেন না, তাও স্পষ্ট জানিয়ে দিলেন সন্দীপ রায়।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, নিজের পুত্র অর্থাৎ সত্যজিৎ রায়ের পৌত্র সৌরদীপের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চেয়েই এই সিদ্ধান্ত তাঁর।
অন্যদিকে বড়পর্দায় ফেলুদার অনুমতি না পেয়েও ফেলুদার কদর কমছে না বাঙালি পরিচালকদের মধ্যে। ইতিমধ্যে সৃজিতের হাত ধরে ওটিটি তে বেশ জনপ্রিয় হয়েছে ফেলুদা সিরিজ। সেখানে ফেলুদার ভুমিকায়- দেখা যায় টোটাকে। পরমব্রতকে নিয়েও 'সাবাস ফেলুদা' তৈরির ঘোষণা করে ফেলেছেন পরিচালক অরিন্দম শিল।