রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ ঘিরে অযোধ্যায় মহোৎসব চলেছে। বিনোদন জগতের প্রায় সকলেই শামিল হয়েছেন সেই উদযাপনে। তবে শাহরুখ-আমির-সলমন এই তিন খান এবং তাঁদের পরিবারকে কোথাও দেখা যায়নি উদযাপনে। কী কারণে ব্রাত্য তাঁরা, সে বিষয়ে নানা মুনির নানা মত।
ইসলাম ধর্মামলম্বী হলেও হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানে তিন খানেদেরই উপস্থিতি থাকে বরাবর। কিং খানের স্ত্রী গৌরী খান নিজে হিন্দু, আমিরের প্রাক্তন দুই স্ত্রীও তাই। সলমনের বাড়িতেও গণপতি পুজোর চল রয়েছে। তাই নিজে থেকে ধর্মীয় অনুষ্ঠানের থেকে খানেরা দূরত্ব বজায় রেখেছেন, এ কথা বিশ্বাস করতে নারাজ দেশবাসীর বড় অংশ।
অনেকেই বলছেন, আলাদা ধর্মের কারণেই আমন্ত্রণ পাননি তাঁরা। রামমন্দির উদ্বোধনের দু’দিন আগেই স্ত্রী-কন্যাকে নিয়ে শহর ছেড়েছেন শাহরুখ। সলমন খান জানিয়েছেন, বড্ড কাজের চাপ। আমির অবশ্য মৌন থেকেছেন।