দীর্ঘদিন বাংলা ছবিতে দেখা যায় না স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ইদানিং বছরের বেশিরভাগ সময় মুম্বাইতেই কাটান তিনি। শোনা যাচ্ছে ‘এলএসডি ২’ ছবিতে অভিনয় করবেন তিনি৷ বপশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। এই ছবিটির মুখ্য চরিত্রে দেখা যাবে ‘বিগ বস’ নিম্রিত কৌর অহলুওয়ালিয়াকে।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘শিবপুর’। যে ছবি নিয়ে বেশ বিতর্কও হয়েছে। এখন বোলপুরে আছেন স্বস্তিকা। অরিন্দম ভট্টাচার্যের নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। ছবির নাম ‘দুর্গাপুর জংশন’। এই ছবিতে নায়িকার বিপরীতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। তিনি থাকবেন একজন পুলিশ অফিসারের ভূমিকায়। স্বস্তিকা অভিনয় করছেন সাংবাদিকের চরিত্রে।
কেন বাংলা ছবিতে কম দেখা যায় স্বস্তিকাকে? টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, তাঁর যা পারিশ্রমিক, তা অনেক প্রযোজকের পক্ষেই সাধ্যাতীত৷ তাই সৃজিত মুখোপাধ্যায়ের একটি ছবিতে কাজ করার কথা থাকলেও শেষ অবধি হয়নি। যশ ও নুসরাত প্রযোজনা হাউজ খুলেই স্বস্তিকার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু সেই কাজটিও হয়নি।