দল মত নির্বিশেষে বিনোদন এবং রাজনীতির জগতের সকলের সঙ্গেই দেবের ব্যক্তিগত সম্পর্ক চমৎকার। সম্প্রতি 'প্রজাপতি' বিতর্কে পর্দার বাবা মিঠুন চক্রবর্তীর পাশে দেব বারবার দাঁড়িয়েছেন দল, মতের ঊর্ধ্বে গিয়ে। তৃণমূল-বিজেপিও এভাবেই 'বাবা-ছেলের' মতো থাকতে পারে না কেন, প্রশ্ন তুললেন দেব।
আবাস দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই প্রসঙ্গেই মুখ খুললেন তৃণমূলের তারকা সাংসদ দেব। জানালেন, দলমত নির্বিশেষে যেটা ভুল, সেটা ভুলই। সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে বেশ কয়েক’টি কর্মসূচিতে যোগ দেন অভিনেতা-সাংসদ দেব। অভিনেতা-রাজনীতিক মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের সম্পর্কের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন সাংসদ। বলেন, ‘‘আমি আর মিঠুন’দা যদি বাবা-ছেলের মতো থাকতে পারি, তা হলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষেরা কেন লড়াই করছেন!’’
Jackie Shroff: 'সিনেমাহলে পপকর্নের দামটা একটু কমান' যোগী আদিত্যনাথের কাছে আবদার কোন তারকার?