বেজির গলায় শিকল পরিয়ে ছবি তুলে তা পোস্ট করেছিলেন অভিনেত্রী। তার প্রেক্ষিতেই সোমবার ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলের দফতরে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হল শ্রাবন্তী চট্টোপাধ্যায়েকে। আজ মঙ্গলবার তাঁকে ফের ডেকে পাঠানো হয়েছে সেখানে।
অভিনেত্রীর কাছে সমন পাঠানো হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। তবে সে সময় কাশ্মীরে শুটিং চলার দরুণ কিছুটা সময় ছেয়ে নিয়েছিলেন শ্রাবন্তী।
, সোমবার ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের অফিসে যাওয়ার আগে তিনি আচমকাই চলে যান অরণ্য ভবনে। কেন নিজের জেরার আগে তিনি গিয়ে বন্যপ্রাণ দফতরের উচ্চপদস্থ কর্তাদের সাথে দেখা করলেন, তা নিয়ে প্রশ্নও উঠছে।
১৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। যেখানে তাঁর হাতে দেখা গিয়েছিল গলায় শিকল বাঁধা ওই ছোট্ট বেজিটিকে। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হল।’ এরকম ছবি পোস্ট করার পরই সমালোচনার ঝড় ওঠে নেটদুনিয়ায়। বিষয়টি নজর এড়ায়নি বন্য প্রাণী সুরক্ষা দফতরেরও।
বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯,১১, ৩৯, ৪৮, ৪৯, ৪৯এ- ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অভিনেত্রীর ৭ বছরের জেল পর্যন্ত হতে পারে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে আধিকারিকরা জানতে পেরেছেন দক্ষিণ ২৪ পরগনায় বারুইপুরে একটি শুটিং প্রোমোশনের সময় বন্যপ্রাণী হাতে নিয়ে ওই ছবিটি তুলেছিলেন অভিনেত্রী। তাই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।