চোখে সেই মোটা কালো ফ্রেমের চশমা, ঠোঁটে ধোঁয়া ওঠা পাইপ, অবিকল যেন বাংলার আইকন সত্যজিৎ রায়। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া আমির খানের সাম্প্রতিক এক ছবি ঝড় তুলল। তাহলে কি অস্কারজয়ী পরিচালকের ভূমিকায় এবার পর্দায় দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টকে?
২০২২-এ শিরোনামে এসেছিল অনীক দত্তের ছবি 'অপরাজিত'। মানিক বাবুর চরিত্রে দেখা গিয়েছিল টলিপাড়ার অভিনেতা জিতু কমলকে। এবার কি বলিউডে হতে চলেছে সত্যজিতের বায়োপিক? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। তবে অবিনাশ গোয়ারিকারের ফটোশুট থেকে এটুকু স্পষ্ট, ছক ভাঙা কোনও চরিত্রেই এবার দেখতে পাওয়া যাবে আমিরকে।
West Bengal Weather Update: বছরের শেষদিনেও অকাল বসন্ত! উধাও শীত, কেমন থাকবে নতুন বছরের আবহাওয়া?
বাকিটুকু জানার অপেক্ষায় আমির অনুরাগীরা।