তাঁরা কি সম্পর্কে আছেন? হ্যাঁও বলছেন না, নাও না। অর্থাৎ সকলেই ধরে নিয়েছেন নীরবতাই সম্মতির লক্ষ্মণ। পার্টি থেকে পাব, ইভেন্ট, রেস্তোরাঁয় সবেতেই একসঙ্গে দেখা যাচ্ছে আদিত্য রায় কাপুর-অনন্যা পাণ্ডেকে। দর্শকও মোটামুটি নিশ্চিত, প্রেম করছেন দুজন, তাহলে বিয়েটা কবে হচ্ছে? উত্তর দিয়েছেন আদিত্য নিজেই।
বলছেন, এই যে সবাই ধূমধাম-ঘটা করে বিয়ে করছেন, তিনি নিজে কিন্তু বিয়ে না করে এখনও দিব্যি আছেন, মনেই হচ্ছে না বড় কিছু মিস করছেন। অতএব ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন তাঁদের এত তাড়া নেই।
সম্প্রতি আদিত্য-অনন্যাকে ম্যাচিং আউটফিটে ল্যাকমে ফ্যাশন শোয়ে র্যাম্পেও হাঁটতে দেখা গিয়েছে।