অস্কার (Oscar) প্রদান অনুষ্ঠান চলার মাঝেই বিশিষ্ট উপস্থাপক এবং কমেডিয়ান ক্রিস রককে (Chris Rock) চড় মারার ঘটনার প্রেক্ষিতে এ-বার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স থেকে পদত্যাগ করলেন অভিনেতা উইল স্মিথ (Will Smith)। তাঁর এই সিদ্ধান্তকে (Will Smith Resigns) কেন্দ্র করে আলোড়ন শুরু হয়েছে বিশ্বজুড়ে।
উল্লেখ্য, এর আগেই নিজের আচরণের জন্য দুঃখপ্রকাশ করেছিলেন তিনি। ইস্তফাপত্রে স্মিথ জানিয়েছেন, কৃতকর্মের জন্য তাঁর বিরুদ্ধে যে পদক্ষেপ করা হবে, তিনি তা মাথা পেতে নেবেন। অ্যাকাডেমির প্রেসিডেন্টে ডেভিড রাবিনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা স্মিথের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পাশাপাশি, উইল স্মিথের ওই আচরণের প্রেক্ষিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিতে যে প্রক্রিয়া শুরু করেছে, তা অব্যাহত থাকবে। তবে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করলেও উইল স্মিথকে তাঁর পুরস্কার ফেরত দিতে হবে না। তিনি ভবিষ্যতেও পুরস্কারের জন্য মনোয়ন পেতে পারেন। কিন্তু অস্কারের জন্য ভোটাধিকার থাকবে না তাঁর।
'ডিমেনশিয়া' নিয়ে রণবীরের বক্তব্য নাকচ রণধীরের, 'ওর অধিকার আছে নিজের কথা বলার' বললেন তিনি
স্ত্রীর মাথায় চুল না থাকা নিয়ে রসিকতা করায় ৯৪ তম অস্কার প্রদান অনুষ্ঠান চলাকালীন ক্রিস রককে মঞ্চে উঠে চড় মেরেছিলেন উইল স্মিথ। অ্যালোপেশিয়া রোগের কারণেই স্মিথের স্ত্রী জাডা পিনকেট স্মিথের মাথায় চুল নেই।
গোটা দুনিয়াকে আলোড়িত করা ওই চড়কাণ্ডের ঠিক এক ঘণ্টা পরেই কিং রিচার্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতে নেন উইল স্মিথ। ওই সিনেমায় তিনি টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন