মাত্র দু'মাস আগে থেকে সম্প্রচার শুরু হয়েছে স্টার জলসা-র সিরিয়াল 'বালিঝড়'-এর। কিন্তু, বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তৃণা সাহা, ইন্দ্রাশীষ রায় ও কৌশিক রায় অভিনীত এই সিরিয়ালের। তার কারণ, টিআরপি-র দায় বড় দায়। এর আগেই এই সিরিয়ালের স্লট বদলে যাবে বলে জল্পনা শুরু হয়েছিল। এবার নতুন করে জল্পনা তুঙ্গে উঠল তৃণা সাহার একটি ইনস্টাগ্রাম পোস্টের কারণে।
একটি পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তৃণা। যেখানে লেখা- ‘‘ঝোড়া-মহার্ঘ্যর প্রতি একটু একটু মুগ্ধ হওয়া, মায়ায় জড়িয়ে পড়া, দু’জনের রসায়ন তৈরি হওয়া! শ্বশুরমশাইয়ের সঙ্গে ঝোড়ার বন্ডিং, সমুদ্র সেনের পর্দা ফাঁস, ঝোড়ার রাজনীতিতে পা- সব হেরে গেল রেটিংয়ের কাছে! ভাগ্য খারাপ। না হলে গল্প, অভিনয় কোনও ক্ষেত্রেই ঘাটতি রাখেনি টিম।’’
সূত্র বলছে বন্ধ হয়ে যেতে পারে ‘বালিঝড়’ সিরিয়ালটি। ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই সিরিয়ালের উপর পাকাপাকিভাবেও নাকি কোপ পড়তে পারে। আসলে টিআরপি-র লড়াইয়ে প্রথম দিকে দীর্ঘ দু-মাসে জায়গা করে নিতে পারেনি তৃণা সাহা, কৌশিক রায়, ইন্দ্রাশিস রায়ের এই মেগা।
আগামী ১৭ এপ্রিল থেকে ‘বালিঝড়’-এর স্লটে সম্প্রচারিত হবে নতুন সিরিয়াল ‘রামপ্রসাদ’। 'বালিঝড়' নতুন স্লট পাবে, নাকি বন্ধ করে দেওয়া হবে এই সিরিয়াল, তার উত্তর এখন দিতে পারবে সময়ই।