সপ্তম বারের জন্য উইম্বলডন চ্যাম্পিয়ন (Wimbledon) হলেন নোভাক জকোভিচ (Novac Djokovic)। রবিবার রাতে আরও একবার দুনিয়ার কাছে নিজেকে প্রমাণ করলেন জোকার। আর সেই খুশিতেই দক্ষিণী সুপারহিট ছবির (KGF chapter 2) ডায়ালগ ধার করেই জকোভিচকে অভিনন্দন জানাল উইম্বলডন কর্তৃপক্ষ।
উইম্বল্ডনের অফিশিয়াল হ্যান্ডেলে অভিনন্দন জানানো হয়েছে সারবিয়ার তারকাকে (Serbian star)। সেই সঙ্গে ইংরেজিতে লেখা কয়েকটা শব্দ, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ট্রফি, ট্রফি, ট্রফি। আমি ট্রফি ভালবাসি, ট্রফিও আমায় ভালবাসে, কিচ্ছু করার নেই।
Wimbledon 2022 : কিরিয়স দূর্গের পতন, সপ্তমবার উইম্বডন জিতে ২১তম গ্র্যান্ডস্লাম জকোভিচের
ঠিক একই রকম এক সংলাপ ইতিমধ্যে বহুল জনপ্রিয় হয়েছে। সেটি দক্ষিণী সুপারহিট ছবি কেজিএফ চ্যাপ্টার ২-এর। ট্রফির বদলে সেই সংলাপ অবশ্য ছিল ভায়োলেন্স নিয়ে।