আর কিছুক্ষণের মধ্যেই শহরে বসবে সৌম্য-সন্দীপ্তার বিয়ের আসর। পৌরহিত্য করবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বৈদিক মতে চারহাত এক হবে হেমন্তের সন্ধ্যায়। তবে সৌম্য সন্দীপ্তাই প্রথম সেলেব জুটি নন, যাদের বিয়ে দেবেন মহিলা পুরোহিত। আগে কার এমন বিয়ে হয়েছে, জানেন? অভিনেত্রী পরিচালক চিত্রাঙ্গদা চক্রবর্তীর।
ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদার বিয়েও হয়েছে বৈদিক মতে। হিন্দু বিয়ের আচার আচরণের সঙ্গে এই বিয়ের বেশ কিছু পার্থক্য রয়েছে। এই বিয়েতে শুধু কনের সিঁদুরদান হয়না, বরং সিঁদুর দান হলে বর কনে, দুজনেই দুজনের কপালে সিঁদুর পরান। এই রীতিতে কন্যাদান, কনকাঞ্জলি হয় না। বৈদিক রীতিতে বিশ্বাস, সমাজে নারী পুরুষের সমানাধিকার, বিয়ের আগেও, পরেও।
চিত্রাঙ্গদা এবং তাঁর স্বামী, বিয়ের দিন দুজন দুজনকেই সিঁদুর পরিয়েছিলেন।