আজ, মঙ্গলবার বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো ভারতেও উদযাপিত হচ্ছে ইদ-উল-ফিতর (Eid-ul-fitr)। একমাস ধরে রোজা পালনের পর ৩ মে খুশির ইদ উদযাপনের আনন্দে মেতে উঠেছেন কোটি কোটি ইসলাম ধর্মাবলম্বী মানুষ। দিন কয়েক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। সর্বত্র সাজ সাজ রব। গত কয়েকদিন ধরেই সন্ধে হলেই উপচে পড়ছে দোকান-বাজার-শপিং মল। ভিড় বাড়ছে রেস্তোরাঁয়। মুখে হাসি ফুটেছে ব্যবসায়ীদের। চলছে দেদার কেনাকাটি।
কবে ইদের চাঁদ দেখা যাবে, তা নিয়ে জল্পনা চলছিল। রবিবার চাঁদের দেখা মেলেনি, তাই দিল্লি থেকে জানানো হয় ভারতে, মঙ্গলবারই খুশির ইদ পালিত হবে। সোমবার ছিল রোজা-র ৩০ তম দিন। তবে প্যালেস্তাইন, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বসনিয়া সহ বেশ কয়েকটি দেশে সোমবারই উদযাপিত হয়েছে ইদ।
আরও পড়ুন, সহজ মাত্র ৩টি ধাপে বানিয়ে নিন সেমাই, রইল রেসিপি
টানা দু'বছর সারা পৃথিবীজুড়েই অসহনীয় করোনা পরিস্থিতি। ফলে ইদের (Eid) আনন্দ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য- সব কিছুই মার খেয়েছিল। এবার পরিস্থিতি অনেকটা ভাল। অনেকটাই কম করোনা সংক্রমণ। বিধিনিষেধের কড়াকড়িও তেমন নেই। তাই 'রমজানের ওই রোজার শেষ' মনখুলে ইদের আনন্দে মেতে উঠেছে সারা পৃথিবী।