টলিপাড়ায় বিয়ের সানাই বেজেই চলেছে শীতের আমেজ পড়তে না পড়তেই। শুক্রবার বিয়ে সৌরভ-দর্শনার। বিয়ের একেবারে শেষ মুহূর্তের তোরজোড় চলছে। এরই মধ্যে বিয়ের জন্য স্পেশাল গাছ কৌটো এল কনের জন্য, তাতে একসঙ্গে বর কনের ছবি দেওয়া।
দর্শণা নিজেই ইন্সটা স্টোরিতে গাছকৌটোর ছবি শেয়ার করেছেন। হবু বর কনের ছবি দেওয়া বাহারি গাছ কৌটো বানানো হয়েছে বিয়ের দিনের জন্য।
Kolkata Tram: কলকাতার চারটি রুটে চলবে ট্রাম, হাই কোর্টের ক্ষোভপ্রকাশের পরেই জানাল পরিবহন দফতর
বিয়ের সপ্তাহ দুয়েক আগে থেকেই জমিয়ে আইবুড়োভাত খেয়েছেন সৌরভ-দর্শণা দুজনেই। ১৫ ডিসেম্বর সাবেকি মতেই বিয়ে হবে দুজনের।
কনে সব অনুষ্ঠানের জন্য তুলে রেখেছেন নানা রঙের বেনারসি। সৌরভ ডি ডে তে পরবেন জামদানি ও কাঁথার কাজের কুর্তা এবং তসর ধূতি