শুটিং শেষ হল পরিচালক অনীক দত্তের ছবির। ছবির নাম 'যত কাণ্ড কলকাতাতেই'। প্রায় আড়াই মাস ধরে চলল শুটিং। আনুষ্ঠানিক ঘোষণার সপ্তাহ তিনেকের মধ্যে সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হয়েছিল ছবির শুটিং।
কলকাতা শহর নিয়ে গল্প, আর প্রথম দিনের শুটিং ছিল শহরের আইকনিক এক লোকেশনে, পার্কস্ট্রিটের ট্রিঙ্কাসে, দার্জিলিং-এও বেশ কিছুটা শুটিং হয়েছে। মাঝে পরিচালক নিজে অসুস্থ হওয়ায় শুটিং শেষ হতে কিছুটা বাড়তি সময় লাগল।
অনীক দত্তের নতুন ছবির কেন্দ্রীয় চরিত্রে আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee), এবং নবাগতা নওশবা। আগামী বছর পুজোয় মুক্তি পাবে ছবিটি।
পরিচালক নিজে এবং প্রযোজক ফিরদৌসুল হাসান শেয়ার করেছেন 'যত কাণ্ড কলকাতাতেই'-এর র্যাপ আপ পর্বের বেশ কিছু ছবি।