বীথিমাসি হিসেবে 'মেয়েবেলা' ধারাবাহিকে জনপ্রিয় হয়ে উঠেছিলেন রূপা গঙ্গোপাধ্যায় । কিন্তু, হঠাৎই সেই চরিত্র থেকে সরে দাঁড়িয়েছেন । তার বদলে এসেছেন অনুশ্রী দাস । রূপা গঙ্গোপাধ্যায় বলছেন, সিরিয়ালে বিথীকা মিত্রের চরিত্রটিকে নেতিবাচক দিকে নিয়ে যাওয়া হচ্ছিল । তাই তিনি সরে দাঁড়াতে বাধ্য হন । কিন্তু, তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেছেন 'মেয়েবেলার' লেখিকা দেবিকা মুখোপাধ্যায় । পাল্টা জবাব দিয়ে জানিয়েছেন, কে খারাপ বলছে, তেমন ভাবে তা নাড়া দেয় না । তিনি জানেন, যা করছেন, ঠিক করছেন ।
'মেয়েবেলা'-র এই পরিবর্তনটা খুবই আকস্মিক লেখিকার কাছে । তবে, রূপা গঙ্গোপাধ্যায়ের অভিযোগ তিনি মেনে নিতে চাননি । লেখিকার মতে, 'মেয়েবেলা' বাস্তবধর্মী গল্প । গল্প প্রথম দিন থেকে যা ছিল তাই রয়েছে । বাস্তবের মধ্যে কিছু আজগুবি তিনি নিয়ে আসতে পারবেন না । আর তা কে কীভাবে ব্যাখ্যা করছে সেটা তাঁদের বিষয় ।
তিনমাস ধরে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন ধারাবাহিকের নায়ক-নায়িকা । তাঁদের কাছে এই পরিবর্তনটা কেমন ? ডোডো এবং মৌ জানিয়েছেন, তাঁদের কোনও অসুবিধা হচ্ছে না । অনুশ্রীদি ভীষণ আপন করে নিয়েছেন । দিনের শেষে তাঁরা পেশাদার অভিনেতা ।