দাদা তো এখন টলিপাড়ার রীতিমতো খুদে সেলিব্রিটি। রাজ-শুভশ্রীর থেকে কোনও অংশেই কম নয় ইউভানের জনপ্রিয়তা। তবে সে কিন্তু আর এখন ছোটটি নেই। ইউভানও এখন দাদা। তাঁর কীর্তিকলাপ মোটামুটি মুখস্থ শুভশ্রী, রাজের অনুরাগীদের। কিন্তু, প্রায় সাড়ে ৬ মাস কেটে গিয়েছে শুভশ্রীর মেয়ে ইয়ালিনির মুখখানা দেখার সুযোগ পাননি নেটিজেনরা।
উল্টো রথ উপলক্ষে পুরীর মন্দিরে উড়েছিলেন রাজ এবং তাঁর পরিবার। সমুদ্রপাড়ে যাওয়ার টুকরো টুকরো ছবি শেয়ার করেছেন শুভশ্রী। সেখানেই দেখা গেল, ইয়ালিনির নানা ছবিও। কখনও সাদা জামা পরে, ঝুঁটি বেঁধে মায়ের কোলে বসে ফ্লাইটের জানলা থেকে আকাশ দেখছেন ‘রাজকন্যে’, আবার কখনও বা টলমল পায়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে খুদে, কখনও বা ছোটছোট হাতে সে হাত রেখেছে জানলায়।
এভাবেই খুদেকে দেখার অপেক্ষা আরও বাড়িয়ে দিলেন শুভশ্রী, কিন্তু এবারেও তিনি প্রকাশ্যে আনলেন না মেয়ের মুখের ছবি। সব শেষে একটি গ্ৰুপ ফটো শেয়ার করেছেন শুভশ্রী, তবে সেই ছবিতেও মেয়ের মুখে একটি ইমোজি।
উল্লেখ্য, গত বছর নভেম্বরের শেষে দ্বিতীয় বার মা-বাবা হন শুভশ্রী-রাজ। তারপর থেকে মেয়ে ইয়ালিনিকে প্রকাশ্যে আনেননি টলিপাড়ার পাওয়ার কাপল।