বাংলা ছবিতে নয়, তবে বলা যায় বাঙালির ছবিতে ইয়ামি গৌতম। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবি 'লস্ট'-এ তরুণী সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে ইয়ামিকে। গোয়ায় অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে থ্রিলার 'লস্ট'।
শিকাগোর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী ছবি ছিল 'লস্ট'। এর আগে অমিতাভ-তাপসী পন্নু অভিনীত পিঙ্ক ছবির মাধ্যমে বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন অনিরুদ্ধ।
Alia-Ranbir Daughter: মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন রণবীর-আলিয়া
'লস্ট' ছবির গল্প সত্যি ঘটনা অবলম্বনে। ছবির কেন্দ্রে এক নিরন্তর অনুসন্ধান চালিয়ে যাওয়া তরুণী ক্রাইম রিপোর্টার। সহানুভূতি এবং সততার সঙ্গে হারানো মূল্যবোধের খোঁজ চলে এই থ্রিলারে। সত্য উদ্ঘাটনের জন্য টানটান লড়াই ‘লস্ট’-এর প্রতিপাদ্য।
ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করছেন টলিউডের পরিচালক-অভিনেতা অরিন্দম শিলও।