টলিপাড়ার অন্যতম চর্চিত কাপল তাঁরা। দুজনকে একসঙ্গে নানা পার্টি, নানা ইভেন্টেই দেখা যায় হাতে হাত রেখে। যশ নুসরত। বছর শেষের দিনটা শুরুও করলেন একই ভাবে। কালোতেই মন ভাল করলেন ভক্তদের।
কালো জমকালো ড্রেসে ছবি দিলেন নুসরত। ভক্তদের জানালেন পার্টি মুডে চলে গিয়েছেন ইতিমধ্যে, বর্ষবরণের উদযাপনের জন্য তৈরি হচ্ছেন। অন্যদিকে নিজের প্রোফাইলে ছবি দিলেন যশও, তার পরনেও কালো টিশার্ট। ছবির ক্যাপশনে যশ জানালেন, তিক্ত যা কিছু ভুলে গিয়ে উজ্জ্বল দিকটাকেই আপন করে নেবেন।
West Bengal Weather Update: বছরের শেষদিনেও অকাল বসন্ত! উধাও শীত, কেমন থাকবে নতুন বছরের আবহাওয়া?
বহুদিন পর যশ নুসরতের ছবি আসছে। ঈশানের মা-বাবা হওয়ার পর 'মেন্টাল'ই জনপ্রিয় জুটির প্রথম ছবি।