সোশ্যাল মিডিয়া এসে আমূল বদলে দিয়েছে আমাদের চারপাশ। রাতারাতি বদলে গেছে অনেক সমীকরণ। কয়েক দশক আগেও তারকারা প্রকাশ্যে না এসে স্টারডম জিইয়ে রাখতেন। এখন ঘনঘন পোস্ট না করলেই আবার 'হারিয়ে' যান তারকারা।
সদ্য সামনে এসেছে 'চিনে বাদাম' (Chine Badam) ছবির ট্রেলার। মুঠোফোনে ডুবে থাকা প্রজন্মের সমস্যা নিয়েই ছবি। ছবির মূল চরিত্রে একেবারে নতুন জুটি এনা সাহা-যশ দাশগুপ্ত (Ena Saha-Yash Dasgupta)।
সোশ্যাল মিডিয়ার থাকা না থাকা কতোটা বদলে দেয় তারকাদের স্টারডম, জনপ্রিয়তা। কী মনে করেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত? এডিটরজি বাংলার তরফে প্রশ্ন রাখা হয়েছিল যশের কাছে? শোনা যাক কী বললেন অভিনেতা
থ্রিলারের রমরমার মাঝেও দর্শকদের মনের খোরাক জোগাবে 'চিনে বাদাম', আত্মবিশ্বাসী এনা
যশ বললেন, "আমাদের ছোটবেলায় তারকাদের যে জনপ্রিয়তা ছিল, এখন সেটা কোথায়? আমি শুনেছি, আগে সিনেমাহলে পয়সা ফেলা হতো, এখন তো সেরকম হয় না। আমার মনে হয়না সোশ্যাল মিডিয়ার সঙ্গে দর্শকের তারকাদের ভালবাসা, না বাসার কোনও সম্পর্ক আছে। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া দর্শকদের স্টারেদের আরও কাছাকাছি এনে দেয়, ঠিকই"।