সদ্য চলে গেল শাহরুখ খানের জন্মদিন। বলিউডের কিং অফ রোম্যান্স-এর জন্মদিন বলে কথা! সারা দেশজুড়েই চলেছে হৈহৈ উদযাপন। তার কিছু রেশ তো থাকে , নাকি? কিং খানের রেশ নিয়ে একটু রোম্যান্টিক হয়ে উঠলেন যশ-নুসরত।
শাহরুখ অভিনীত দিলওয়ালে ছবির গেরুয়া গানের সঙ্গে নিজেদের বেশ রোম্যান্টিক মুহূর্ত দিয়ে মিয়াঁ বিবি বানিয়ে ফেলেছেন একটি ইন্সটা রিল। আর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যশ।
যশের পরনে সাদা শার্ট-ডেনিম জিন্স! আর নুসরত পরেছেন হলদে- ল্যাহেঙ্গা। দুজনের বেশ একে অপরের কাছে নিবিড় হয়ে আসার মুহূর্তটি রিলবন্দি হয়েছে ইন্সটায়।
Aindrila Sharma: চোখ মেলেছেন ঐন্দ্রিলা, সংবাদমাধ্যমকে জানালেন অভিনেত্রীর মা
গত বছরই সন্তানের মা হয়েছেন নুসরত। ঈশানের জন্মের পর সন্তানের বাবা হিসেবে প্রকাশ্যে আসে যশের নাম। তারপর থেকেই নানা ইভেন্টে, সোশ্যাল মিডিয়ার রিলে একসঙ্গে দেখা যায় দুজনকে।