টেলিভিশনে এই প্রথমবার একসঙ্গে যশ-নুসরত। জি বাংলা-র জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরি-তে টলিউডের হট ফেভারিট কাপল। চ্যানেলের তরফে পোস্ট করা প্রোমো ভিডিও-র ঝলক বলছে, আগামী রবিবার রাত ১০ টায় একসঙ্গে দেখা যাবে তাঁদের। সৌরভের প্রশ্ন ছিল, কে কার বেশি খেয়াল রাখেন? যশের দিকে আঙুল তুলে তাঁর কাঁধে মাথা রাখলেন অভিনেত্রী।
যশ (Yash Dasgupta)-নুসরত কোথায় গেলেন, কী খেলেন, কী পরলেন, সব জানা চাই নেটিজেনদের। আর নুসরত (Nusrat Jahan) সেটা ভালোই বোঝেন, ভক্তদের হতাশ করেন না তিনি। নিয়মিত নিজের জীবন থেকে টুকরো টুকরো মুহূর্ত বেছে নিয়ে রেখে যান তাঁর সোশ্যাল মিডিয়ায়।
গত একটা বছর জুড়ে বাংলা বিনোদন জগতে আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু হয়ে থেকেছেন যশ নুসরত। অভিনেত্রী নিজে বরাবরই নিজের শর্তে বেঁচেছেন। তাই বিতর্ক তাঁর গায়ে একেবারে সেঁটে থেকেছে।
তাঁর বিয়ে, বিবাহ বিচ্ছেদ, নতুন সম্পর্ক সবই চর্চায় থেকেছে। মা হয়েছেন, গর্ভাবস্থায় সন্তানের বাবার নাম সামনে আনেননি, সন্তানের জন্মের পর যখন বাবার নাম প্রকাশ্যে এসেছে, তখন আবার তাঁর সঙ্গে অভিনেত্রীর বৈবাহিক সম্পর্ক আছে কিনা, তা নিয়ে মুখ খোলেননি, সিঁদুর পরেছেন ইচ্ছে মতো। অর্থাৎ নিজের শর্তে বেঁচেছেন অভিনেত্রী। বুঝিয়েছেন, পেশাগত জীবন আর ব্যক্তিজীবনের মাঝে আড়াল টানা, না টানা সবটা তিনিই ঠিক করবেন, জীবন টা যেহেতু তাঁরই