মা হওয়ার পর পর্দায় এখনও সেরকম ভাবে দেখা যায়নি নুসরত জাহানকে, এবার নতুন ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যাবে যশ নুসরত। সেই ছবির প্রযোজনাতেও থাকছেন টলিউডের সবচেয়ে চর্চিত কাপল।
ছবিতে কপ ইউনিভার্স তৈরির পরিকল্পনা চলছে, পুলিশের চরিত্রে দেখা যাবে যশ নুসরত দুজনকেই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী সায়ন্তনী ঘোষকে।
ছবির নাম এখনও প্রকাশ্যে আসেনি। ইতিমধ্যে যশ-নুসরত-ঋতুপর্ণা অভিনীত 'শিকার' ছবির কাজ শেষ হয়েছে। এবার অপেক্ষা নতুন ছবির ঘোষণার।