অনেকদিন পর আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে রিয়াল লাইফ কাপল যশ নুসরতকে। জোর কদমে চলছে শুটিং। সেটে এই প্রথমবার হাজির ওদের একরত্তি ঈশান। সবে দেড় বছর বয়স। বাবা মা স্টার সেই বোধ নেই, দিনভর পোষ্যর সঙ্গেই খেলতে ব্যস্ত ঈশান।
অনেকদিন পর কমার্শিয়াল ছবিতে ফিরলেন নুসরত। ধূসর চরিত্রে অভিনয় করতে একঘেয়ে লাগছিল অভিনেত্রীর, তাই 'শিকার'এর মতো একেবারে মূল স্রোতের বাণিজ্যিক ছবিতে ফেরা। বুধবার নুসরতের ছিল ইনডোর শুটিং, যশকে অবশ্য বাইরে ঘেমে নেয়ে শুট করতে হয়েছে।
ছবিতে এক মহিলা বিডিও-র চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকেও। ছবিতে তাঁর চরিত্র এক সিঙ্গল মাদারের।