প্রয়াত জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা। নেটদুনিয়ায় তাঁকে সবাই চেনে অ্যাংরি র্যান্টম্যান নামেই। বুধবার মাত্র ২৭ বছর বয়সে বেঙ্গালুরুতে প্রয়াত হন জনপ্রিয় এই বাঙালি কনটেন্ট ক্রিয়েটর। ফুটবল ছিল তাঁর ধ্যান জ্ঞান। ফুটবলের ধারাভাষ্য ভিত্তিক ভিডিয়ো বানিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জিতেছিলেন। অভ্রদীপের মৃত্যুতে শোক প্রকাশ ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবের।
বুধবার অভ্রদীপের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় তাঁর পরিবারের তরফে থেকে। যেখানে লেখা হয়েছে, 'এদিন সকালে অভ্রদীপের মৃত্যু হয়েছে। সততা, হাস্যরস দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিলেন অভ্রদীপ। তাঁকে যারা চিনতেন, সবাই মিস করবেন।'
আরও পড়ুন - আর জল্পনা নয়, এই বৈশাখেই চার হাত এক আদৃত-কৌশাম্বির
জানা গিয়েছে, কলকাতার ছেলে হলেও অভ্রদীপ থাকতেন বেঙ্গালুরুতে। চলতি মাসে সেখানেই তাঁর হার্ট অপারেশন হয়েছিল। কিন্তু, লাইফ সাপোর্টে রাখা হলেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। মনে করা হচ্ছে মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে তাঁর।