স্টারকিড হিসেবে টলিপাড়ায় সবচেয়ে আগে যার নাম আসে, সে ইউভান। রাজ-শুভশ্রীর ছেলে। সেই ইউভানের চার বছরের জন্মদিন বলে কথা! একটু সেলিব্রেশন হবে না? জমিয়ে বার্থডে কেক কাটল ইউভান। মায়ের কোল থেকে জুলজুল চোখে তাকিয়ে রইল ছোট্ট ইয়ালিনি।
জন্মের পর বেশ কয়েক মাস কেটে গেলেও মেয়ের ছবি এতদিন আড়ালেই রেখেছিলেন সেলেব কাপল রাজ-শুভশ্রী। কিন্তু বড় দাদার জন্মদিনে আর কোনও আড়াল রইল না। বার্থডে বয়ের সঙ্গে ইয়ালিনির আদুরে ছবি বৃহস্পতিবার ছিল টক অফ দি টাউন। দাদা বোনের ছবি নিমেষ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ তো গেল ইউভানের জন্মদিনের সকাল বেলার ঘটনা। রাতের বেলা একটু পার্টি হবে না? হয়েছে তো!
জমিয়ে বার্থডে বয় কেক কেটেছে, আর মায়ের কোল থেকে অবাক চোখে তাকিয়ে সবটাই দেখেছে ইয়ালিনি। দাদার জন্মদিনে তার সাজও ছিল নজর কাড়া। কেক কাটিং এর ভিডিয়ো বলছে, বেশ হইহই করেই ছেলের জন্মদিন কাটিয়েছে গোটা পরিবার।
করোনাকালে রাজ-শুভশ্রীর কোল আলো করে এসেছিল প্রথম সন্তান ইউভান। গত নভেম্বরে দ্বিতীয় বার মা হন শুভশ্রী। ইউভানের সঙ্গে মিলিয়ে তার বোনের নাম রাখা হয় ইয়ালিনি।