খুশির খবর যুবরাজ-হেজেলের (Yuvraj Singh Hazel Keech) সংসারে। তাঁদের কোল আলো করে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান। মঙ্গলবার রাতে টুইটারে এই খবর নিজেই জানিয়েছেন যুবরাজ।
যুবরাজ টুইটারে লিখেছেন, ‘আমাদের সমস্ত অনুরাগী, পরিবার এবং বন্ধুদের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে আনন্দিত হচ্ছি যে, আমাদের পুত্রসন্তান হয়েছে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাদের এই খুশি দিয়েছেন। এবং আমাদের ছোট্ট সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানানোর জন্য গোপনীয়তা আশা করছি। হেজেল এবং যুবরাজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা।'’ হেজেলও সোশ্যাল মিডিয়ায় একই পোস্ট করেছেন। যুবরাজের পুত্রসন্তান হওয়ার খবরে নেট দুনিয়ায় শুভেচ্ছার ঢল বয়ে যাচ্ছে।
সোশাল মিডিয়ায় ভামিকা, মেয়ের ছবি প্রকাশ নিয়ে বিরক্ত বিরাট
খুশির এই খবর ভক্তদের সঙ্গে ভাগ করে জীবনের এই পর্যায়ে একটু গোপনীয়তা চেয়ে নিয়েছেন সদ্য বাবা মা হওয়া যুবরাজ-হেজেল।
বাগদান পর্ব সারার এক বছরের মধ্যেই যুববরাজ এবং হেজেল ২০১৬ সালের ৩০ নভেম্বর বিয়ে করেছিলেন।