রঙ্গন-মল্লিকার বিয়ে তো হয়েছে, কিন্তু তারপর থেকে বারির সকলে মিলে কোত্থাও যাওয়া হয়নি! তাই সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করল রঞ্জা, আহির-পিলু।
ওদিকে পিলু যেন ঠিক ঠাক রেওয়াজ করে, সে ব্যাপারে খুব কড়া নজর আহিরের। বহুদিন পর গান গাইতে বসবে পিলু। আর কাল তো গেট টুগেদার সবার।
হইহই করে জি বাংলার পিলু ধারাবাহিকে আসছে ঘটনার ঘনঘটা।