ধারাবাহিকের নায়িকা আর পরিচালকের প্রেম গড়িয়ে বিয়ে। কিন্তু কাজে ফাঁকি নেই এতটুকু। বিয়ের পরেই সেটে ফিরেছিলেন মিয়াঁ বিবি। বলছি শ্রুতি-স্বর্ণেন্দুর (Shruti-Swarnendu) কথা। দেখতে দেখতে ২০০ এপিসোড পার করে ফেলল 'রাঙা বউ' (Ranga Bou)।
আজকাল ধারাবিক ১০০ এপিসোড হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে, সেখানে 'রাঙা বউ' ডবল সেঞ্চুরি হাঁকাতেই কলাকুশলীদের খুশি আর ধরে না। সকলে মিলে কেক কেটে উদযাপন করলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রুতি নিজেই।
Shruti-Swarnendu: মিনি হানিমুনে স্ত্রীকে বিশেষ উপহার, শ্রুতিকে প্রেমপত্রও লিখলেন স্বর্নেন্দু
টিআরপি তালিকায় তেমন ওপরে ওঠেনি 'রাঙা বউ', তবে সে নিয়ে তেমন চাপ নেই ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে। বরং বেশ আনন্দের সঙ্গেই কাজ করছেন সকলে।