চিতাবাঘের হামলায় মুম্বইতে মৃত্যু হল দেড় বছরের শিশুর। মুম্বইয়ের গোরেগাও অঞ্চলের আরে কলোনির ঘটনা।
সোমবার ভোর সাড়ে ছটায় আরে কলোনির ১৫ নম্বর ইউনিটে ঘটনাটি ঘটেছে। দেড় বছরের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ির থেকে ৩০ ফুট দূরত্বে অবস্থিত এক মন্দিরে যাচ্ছিলেন মা। পথেই চিতাবাঘ মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে। আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ, প্রাথমিক ভাবে দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি রিপোর্ট নথিভুক্ত করেছে। বন দফতরের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনা ঘটে যাওয়া অঞ্চলে একটি ওয়াইল্ড লাইফ অ্যাম্বুলেন্স, কিছু স্বেচ্ছাসেবককে রাখা হয়েছে। সপ্তাহভর উদ্ধারকারী দল, চিতাবাঘ বিশেষজ্ঞ, পশু চিকিৎসক এবং উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন ওই অঞ্চলে। রাতভর টহল দেওয়া হবে, চিতাবাঘের খোঁজে ক্যামেরাও বসানো হবে।
সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের কাছে অবস্থিত অ্যারে কলোনিতে আগেও বেশ কয়েকবার চিতাবাঘের হামলা হয়েছে।