নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার শপথগ্রহণের দিনই জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা। কাশ্মীরের রিয়াসি জেলার শিব খোরি মন্দির থেকে বাসে ফিরছিলেন তীর্থযাত্রীরা। তেরিয়াথ গ্রামের কাছে বাস ঘিরে ধরে গুলি চালায় জঙ্গিরা। এখনও পর্যন্ত ঘটনায় ১০ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের একটি দল রাজৌরি, পুঞ্চ ও রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে। ওই এলাকাগুলিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জঙ্গিদের গুলি চালনার পর বাসটি খাদে পড়ে যায়। শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজও।