উত্তরাখন্ডের রুদ্রপ্রয়াগের ভয়াবহ পথদুর্ঘটনা। খাদে পড়ে গেল যাত্রী বোঝাই একটি গাড়ি। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ওই গাড়িতে ২৩ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।
জানা গিয়ছে, শনিবার সকালে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক ধরে একটি টেম্পো গাড়িতে করে ২৩ জন যাত্রী যাচ্ছিলেন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায় গাড়িটি। তার পাশেই রয়েছে অলকানন্দা নদী। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। পরে আরও ২ জনের মৃত্য়ুর খবর পাওয়া গিয়েছে।
Read More- উদ্বেগ বাড়ছে পর্যটকদের, বিপদ আটকাতে তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হল ১১০০ কিউসেক জল
এই ঘটনার পরেই টুইট করে শোক জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।