দেশ বিদেশ বেড়ানোর শখ কার না নেই? কিন্তু সাধ থাকলেও সাধ্য হয়না অনেকের। আবার অনেকের সাধ, সাধ্য থাকলেও সময় হয়না। কিন্তু একরত্তি অদিতির ইতিমধ্যে ৫০টির বেশি দেশ ভ্রমণ করা হয়েছে। তার বয়স মাত্র ১০ বছর। এতগুলো দেশ ঘুরলেও একদিনের জন্যও স্কুল কামাই হয়নি। কীভাবে এই অসাধ্য সাধন করল অদিতি ত্রিপাঠী?
অদিতির প্রবাসী ভারতীয়। বর্তমাসে সে লন্ডনের গ্রিনীচে বসবাস করে। ঘুরতে যাওয়ার জন্য স্কুল কামাই হোক তা কখনই চায় না অদিতির বাবা-মা। তাই মূলত গ্রীষ্মকালীন ছুটি বা বিভিন্ন উৎসবের ছুটিতে বেরিয়ে পড়েন স্বপরিবারে। পাশাপাশি সপ্তাহান্তেও বিভিন্ন বিদেশে বেড়াতে যান তাঁরা।
জানা গিয়েছে অদিতির বাবা ও মা দুজনেই ওয়ার্ক ফ্রম হোম করেন। ফলে তাঁদের অফিস যাওয়ার প্রয়োজন হয় না। বিশ্বের যে কোনও দেশ থেকে তাঁরা কাজ করতে পারেন। ইতিমধ্যে নেপাল ও ভারতেও ঘুরতে এসেছিলেন তাঁরা। এমনকি, ইউরোপ ও এশিয়ার বেশিরভাগ দেশই ঘুরে দেখা হয়ে গেছে অদিতিদের।
Read More- ছবি তুলতে গিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, এর নতুন পোশাকি নাম কী জানেন?
বিদেশে বেড়ানোর জন্য খুব সাদামাটা জীবন ধারণ কারেন তাঁরা। সেই টাকা সঞ্চয় করে বেড়াতে যান। অদিতির সঙ্গে তার বাবা-মাও জানিয়েছেন, দেশ ঘোরা এবং সেখানকার খাবার খাওয়া নেশা তাঁদের।