হায়দরাবাদের (Hyderabad) কাঠের গুদামে আগুন (Fire) লেগে মৃত্যু ১১ জন পরিযায়ী শ্রমিকের (Migrant Workers)। বুধবার ভোর রাতে আগুন লাগে হায়দরাবাদের ভইগুডা (Bhoiguda) এলাকার একটি গুদামে। জানা গিয়েছে, শ্রমিকরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। কর্মসূত্রে তেলাঙ্গানায় আসেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, এখনও দেহ শনাক্ত করা যায়নি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয়। দমকল সূত্রে জানা গিয়েছে, রাত তিনটে নাগাদ তাঁদের কাছে ফোন আসে। টানা চার ঘণ্টার আগুনে ভষ্মীভূত ওই গুদাম। জানা গিয়েছে, ওই গুদামের একতলায় ঘুমোচ্ছিলেন শ্রমিকরা। আগুন লাগার পর আর কেউ বেরোতে পারেননি তাঁরা।
আরও পড়ুন: নৃশংস! মাইক্রোওভেনের ভিতর থেকে মিলল শিশুর দেহ
দমকল সূত্রে খবর, ওই গুদামে বেরোনোর একটি দরজা ছিল। কাজের শেষে ক্লান্ত শ্রমিকরা ঘুমোচ্ছিলেন। তখনই আগুন লাগে।