প্রত্যেকটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। ১৮৬৩ সালে ১২ জানুয়ারি এই দিন কলকাতার সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত। এই দিনটিকে জাতীয় যুব দিবস ঘোষণা করা হয়।
মানবকল্যাণে স্বামীজির কাজ বিশ্বে সমাদৃত। আধ্যাত্ম ও বিজ্ঞানকে একই আসনে বসিয়ে নতুন মাত্রা দেন স্বামীজি। বেদ, গীতার অন্য মার্গ দর্শন করান স্বামীজি। তাঁর প্রতিষ্ঠিত বেলুড় মঠ এখনও সেই ধারা ধরে রেখেছে।
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সূর্য সেন একাই একটি বিপ্লবের নাম। চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন তিনি। ব্রিটিশ সরকারি স্কুলে একজন স্কুল শিক্ষক ছিলেন। তাঁকে মাস্টারদা নামেই চিনত গোটা দেশ। বন্দেমাতরম যাতে উচ্চারণ করতে না পারেন, তাই তাঁর দাঁত ভেঙে দেয় ইংরেজরা। ১২ জানুয়ারি, ১৯৩৪ সালে তাঁর ফাঁসি হয়।
১২ জানুয়ারি উর্দু ভাষার শায়ের আহমেদ ফরাজ সাহেবের জন্মদিন। সাধারণ মানুষের মধ্যে গজলের জনপ্রিয়তা বাড়ানোর অন্যতম কারিগর ছিলেন তিনি। ১২ জানুয়ারি, ১৯৩১ সালে পাকিস্তানের কোহাটে জন্মগ্রহণ করেন তিনি।