ভোটের মধ্যে ছত্তীশগড়ে মাও অভিযান অব্যাহত। শুক্রবার বিজাপুরে নিরাপত্তারক্ষী বাহিনীর অভিযানে খতম আরও এক ডজন মাওবাদী। গুলির লড়াই চলেছে গঙ্গালুর এলাকার পিডিয়া জঙ্গলেও। মাওবাদীদের মৃত্যুর খবর জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। মাওবাদীদের বিরুদ্ধে এই অভিযানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।
দেশ থেকে মাওবাদীদের নির্মূল করা হবে। নির্বাচনের আগেই এই হুঙ্কার দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো চলতি লোকসভা ভোটের প্রথম দফার আগে থেকেই ছত্তিশগড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। গত পাঁচ মাসে এই নিয়ে শতাধিক মাওবাদীর মৃত্যু হয়েছে বলে সরকারি পরিসংখ্যানে দাবি করা হয়েছে।
নিরাপত্তাবাহিনী সূত্রের খবর, গঙ্গালুর থানা এলাকার অন্তর্গত পিডিয়া জঙ্গলে লিঙ্গা, পাপারাও-সহ একাধিক শীর্ষ মাওবাদী নেতার লুকিয়ে থাকার খবর আগে নিরাপত্তাবাহিনীর কাছে। এর পরই আঁটঘাট বেঁধে এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযানে নামে এসটিএফ, সিআরপিএফ, ডিআইজি ও কোবরা ব্যাটেলিয়ন।