এবার ইন্দোনেশিয়ার এক হ্যাকার গোষ্ঠীর নিশানায় ভারত। কেন্দ্রের সাইবার ক্রাইম শাখা জানিয়েছে, ইতিমধ্যেই প্রায় ১২ হাজার সরকারি ওয়েবসাইটে এই হামলা চালানো শুরু হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতানো এবং পরিষেবা ক্ষেত্রগুলিকে অচল করে দিতেই এই সাইবার হা্না, মত সাইবার ক্রাইম শাখার।
শুধু ভারতীয় সীমান্তে হানা নয়, একাধিকবার ভার্চুয়াল হামলার শিকার হয়েছে ভারত। মূলত পাকিস্তান এবং চিনের হ্যাকাররাই এই হামলা চালাত বলে খবর। করোনাকালে দেশের স্বাস্থ্য, ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে একাধিকবার এই হামলা চলেছে বলেও জানানো হয়েছে। এবারও সেই উদ্দেশ্যেই এই হামলা বলে সতর্ক করেছে কেন্দ্রের সাইবার ক্রাইম শাখা।
আরও পড়ুন- Heat Wave in Bengal: সপ্তাহভর তাপপ্রবাহ কলকাতায়, ২০১৬-এর উষ্ণতম এপ্রিলের রেকর্ড কি তবে ভাঙার মুখে?