নেশা থেকেই হল সর্বনাশ। বাইক রেসিং প্রতিযোগিতায় নেমে মৃত্যু ১৩ বছরের কিশোর কোপারাম শ্রেয়স হরিশের। শনিবার মোটর সাইকেল রেসিং এর প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় তাঁর। বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার মুখে পরে গুরুতর ছোট লাগে শ্রেয়সের মাথায়। এরপর তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসা চলে ট্রাম কেয়ার বিভাগে, তবুও শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় ১৩ বছরের রেসারের।
যদিও ঘটনায় আঙুল উঠছে প্রতিযোগিতার উদ্যোক্তাদের বিরুদ্ধে , উঠেছে গাফিলতির অভিযোগও। ছোট থেকেই খেলাধুলায় আগ্রহ ছিল বেঙ্গালুরুর এই কিশোরের। তাঁর অকালে প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া।