পুরীতে রথযাত্রা (Puri Rath Yatra Accident) চলাকালীন আহত হলেন ১৪ জন । অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ । তার মধ্যে রয়েছেন একাধিক মহিলা, শিশু এবং প্রবীণ নাগরিকও । ভগবান বলরামের তালধ্বজ রথের দড়িতে টান দিতে গিয়েই যত বিপত্তি । আহত ব্যক্তিদের পুরী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মঙ্গলবার রথযাত্রা উপলক্ষে লাখো লাখো ভক্তের সমাগম হয়েছিল পুরীতে । কিন্তু, রথের রশিতে টান পড়তেই তৈরি হয় বিপজন্নক পরিস্থিতি । ভিড়ের চাপে কার্যত পদপিষ্ট হয়ে যাওয়ার জোগাড় ছিল ভক্তদের । জানা গিয়েছে, পুরীর মারিচিকোট চকে তালধ্বজ রথ পৌঁছতেই দুর্ঘটনা ঘটে । রথ টানার সময় বেশ কয়েকজন ভক্ত পড়ে গিয়ে আহত হন । মাত্রাতিরিক্ত ভিড়ে অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ৮২ জন । সংজ্ঞা হারান অনেকে ।
আরও পড়ুন, International Yoga Day 2023 : জলের মধ্যেই যোগাসন, আন্তর্জাতিক যোগ দিবসে কোথায় ধরা পড়ল এমন ছবি ?
মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ জগন্নাথধামে রথের চাকা গড়ায় । প্রথম ভগবান বলরামের রথ টানা শুরু হয় । প্রায় ৪টে নাগাদ তিনটি রথ গুণ্ডিচা মন্দিরে পৌঁছয় ।