মহারাষ্ট্রের থানেতে ভয়াবহ দুর্ঘটনা। সেতু নির্মাণের কাজ চলাকালীন গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে ১৪ জনের মৃত্যু, আহত তিন শ্রমিক।
থানের শাহপুরে সম্রুদ্ধি এস্কপ্রেস হাইওয়ার তৃতীয় দফার কাজ চলছিল, সে সময়ই দুর্ঘটনা ঘটে। এখনও একাধিক মানুষের ওই নির্মিয়মান সেতুর তলায় আটকে থাকার আশঙ্কা।
Haryana Violence: ধর্মীয় শোভাযাত্রা ঘিরে সংঘর্ষ, হরিয়ানায় নিহত দুই, বন্ধ করা হল স্কুল-কলেজ
সেতুর কাজ চলাকালীন ১০০ ফুট উঁচু থেকে যন্ত্রটি পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ছারাও ঘটনাস্থলে উদ্ধারকাজে শামিল জাতীয় বিপর্জয় মোকাবিলা দফতরের কর্মীরা এবং দমকল কর্মীরা।
মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।