ইডি, সিবিআই বিরোধীদের হেনস্থা করছে। এই অভিযোগ উঠেছিল আগেই। এবার কেন্দ্রীয় দলগুলির বিরুদ্ধে এমনই অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল ১৪টি বিরোধী দল। বিরোধীদের আচমকা গ্রেফতার, অপব্যবহার প্রভৃতি একাধিক অভিযোগ রয়েছে। ইডি ,সিবিআইয়ের কাজের পদ্ধতি, গ্রেফতারির পরবর্তী নিয়মকানুন বিশদে জানতে চেয়ে মামলা দায়ের করা হয়েছে। আদালত জানিয়েছে ৫ এপ্রিল মামলার শুনানি হবে। কংগ্রেস সহ তৃণমূল কংগ্রেস (TMC), ডিএমকে, আরজেডি, বিআরএস এর মতো ১৪টি বিজেপি বিরোধী দল এই মামলা দায়ের করে।
উল্লেখ্য, মামলাকারীদের দাবি “৯৫ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে বিরোধী দলের নেতানেত্রীদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আমরা চাই এই সংস্থাগুলি গ্রেফতারির আগে এবং গ্রেফতারির পরে যে নিয়মাবলী মেনে চলে, তা লিখিত আকারে প্রকাশ করুক।” বৃহস্পতিবারই ‘মোদি’ পদবি নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে শাস্তির কথা শোনানো হয়েছিল, পরে অবশ্য তাঁর জামিন হয়।